ভূরুঙ্গামারীতে স্কুলছাত্রকে ছুরিকাহতের প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনা নিয়ে এক স্কুলছাত্রকে কিশোর গ্যাং কর্তৃক ছুরিকাহত করার প্রতিবাদে আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী কুড়ারপার মাস্টারপারায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। সেখানে বসার জায়গা নিয়ে স্থানীয় এক বখাটে কিশোর গ্যাংয়ের সঙ্গে তাদের ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে অতর্কিতভাবে রাকিব হাসানের বাম কাঁধে ছুরিকাঘাত করে তারা। রাকিব বর্তমানে কুড়িগ্রাম জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় আজ রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার, নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম প্রমূখ। মানববন্ধনে আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এসআইএইচ