পঞ্চগড়ে ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৭ মার্চ) দুপুরে বোদা উপজেলার বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পঞ্চগড় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে বোদা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তেলের মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার দায়ে জাফর স্টোরকে ৮ হাজার, আমদানিকারকের সীল ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় বিদেশি পণ্য বিক্রয় করায় মাহবুব স্টোর ও হীরন স্টোরকে ৩ হাজার টাকা করে ৬ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে এএফসি নামে ফাস্ট ফুড এন্ড চাইনিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে পঞ্চগড় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বোদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার জরিমানা করা হয়। তেলসহ সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি করে কোনও সিন্ডিকেট গড়লে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়া আগামীতেও আমাদের বাজার তদারকি ব্যবস্থা অব্যাহত থাকবে।
এসআইএইচ