বাউফলে সিলিন্ডার বিস্ফোরণে ১৪ দোকান পুড়ে ছাই
পটুয়াখালীর বাউফলে কালাইয়া বন্দরের দক্ষিণ পট্টি (বেইলি ব্রিজ সংলগ্ন) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে ফিরোজ নামের এক মুদির মনোহারী দোকানে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে নেছারের রাইচ মিল, খোকা সাইকেল গ্যারেজ, নাজিমের দোকান, গৌতম সাহার ফ্রিজ ও বৈদ্যুতিক মালামালের দোকান, সবুজের ইলেকট্রনিক্সের দোকান, মনোরঞ্জন দাসের হার্ডওয়ারের দোকান ও ওষুধের দোকান, রণজতি দাসের ওষুধের দোকান, গোলাম রাব্বীর ওষুধের দোকান, রফিকের বাসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ছাড়া রতনের চায়ের স্টল, জাহাঙ্গীরের চায়ের স্টল, উত্তম সাহার মনোহারী দোকান এবং পারভেজের মনোহারী দোকান আংশিক পুড়ে যায়।
আগুনের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাউফল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সেপেক্টর আরিফুজ্জামান শেখ জানান, ফিরোজের দোকানে গ্যাস ও পেট্রোল বিক্রি হতো। ঘটনার পর থেকে ফিরোজ গা ঢাকা দিয়েছেন। ফিরোজকে পাওয়া গেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এমএসপি