পাখি ধরতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের ভাটেরায় পাখি ধরতে গিয়ে মাটিচাপায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার ইসলামনগর রাবার বাগানের ভেতরে মাটিচাপায় তিন শিশু মারা যায়।
মর্মান্তিক মৃত্যু হওয়া শিশুরা হলো- ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আবদুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও আবদুল করিমের ছেলে কবির আহমদ (৯)।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে নাহিদ আহমদ এবং সুমন স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির এবং কবির আহমদ বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
কুলাউড়া থানার পুলিশ কর্মকর্তা বিনয় ভূষণ রায় ঢাকাপ্রকাশ-কে জানান, দুপুরের পর ওই তিন শিশু রাবার বাগানে একটি টিলায় থাকা গর্তের ভেতরে পাখির বাসা খুঁজতে ঢুকে। তারা গর্তে ঢুকার কিছু সময়ের মধ্যেই টিলার মাটি ধসে পড়ে। এতে মাটি চাপায় তিন শিশু মারা যায়।
বিনয ভূষণ রায় আরও জানান, শনিবার ভাটেরা এলাকায় বৃষ্টি ও ঝড় হয়েছে। এতে টিলা মাটি নরম হয়ে গিয়েছিল। ফলে তিন শিশু গর্তে ঢুকার পর মাটি ধসে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, তিন শিশুর মরদেহ তাদের কাড়িতেই রয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন। এখন সেই প্রক্রিয়া চলছে।
এনএইচবি/এমএমপি