জামালপুরে যুবলীগ নেতার জিহ্বা কেটে নেওয়ার হুমকি ইউপি চেয়ারম্যানের
জামালপুরের বকশীগঞ্জে যুবলীগ নেতার জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বগারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম। সেইসঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন ওই চেয়ারম্যান।
শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে ২ মিনিট ১১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফাঁসের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়।
অডিওতে শোনা যায়, বগারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলিরপাড়া গ্রামের হোসেন আলীকে এ হুমকি দেন তিনি।
অডিও ক্লিপটি ফাঁস হওয়ার পরেই নিন্দা ও সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ওয়ার্ড যুবলীগ নেতা হোসেন আলী জানান, বিগত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রতীকের পক্ষে কাজ করেন। বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। যুবলীগ নেতা হোসেন আলীকে নৌকার পক্ষে নির্বাচন না করে তার পক্ষে কাজ করতে বলেছিলেন। কিন্তু হোসেন আলী নৌকার পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করেন। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রমাণিক মাসুম জয় লাভ করেন। এরপর থেকেই ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম হোসেন আলীর প্রতি আক্রোশ পোষণ করে আসছেন।
২৩ মার্চ রাত ৮টা দিকে হোসেন আলীর মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ইউপি চেয়ারম্যান।
২ মিনিট ১১ সেকেন্ডের অডিওতে পুরো সময় চেয়ারম্যান মাসুম ওই যুবলীগ নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আপত্তিকর কথা বলেন। তার পক্ষে নির্বাচন না করার জন্য চেয়ারম্যান জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে জানান হোসেন আলী।
এ বিষয়ে বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম বলেন, অডিও ক্লিপের বিষয়টি আমি লোকমুখে শুনেছি। তবে আমি এখনো নিজে শুনিনি। কীভাবে কী হলো বুঝতে পারতেছি না। তবে এটি এডিট করা হতে পারে। আমি আপনাকে পরে ফোন দিচ্ছি ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এই বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসপি