শাহ আমানতে জব্দ বিদেশি সিগারেট ও ড্রাই টোবাকো
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার বিদেশি শলাকা ও ড্রাই টোবাকো জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এতে অন্তত ১৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা ব্যর্থ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট (জি ৯৫২২) অবতরণ করলে দুই যাত্রীর কাছ থেকে এসব অবৈধ পণ্য জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তরা। বুধবার (২৩ মার্চ) বিষয়টি প্রকাশ করা হয়।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী জানান, বিমান থেকে যাত্রী নামার পর নিয়মিত যাত্রীদের লাগেজ স্ক্যানিং করা হয়। দুই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ পাওয়া যায়। লাগেজ খুলে চেক করে অবৈধ পণ্য থাকার বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সংশ্লিষ্টরা জানান, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল তারা। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। আমদানির বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে।
টিটি/