নাটোরে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে বৈদ্যুতিক তারে ঘেরা ইঁদুর মারার ফাঁদে নজরুল ইসলাম (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক ফাঁদদাতার আপন ভাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বুধবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নাছিম আহম্মেদ সংশ্লিষ্ট পরিবারের বরাতে জানান, কৃষক আনোয়ার হোসেন তার ধানের জমির আইলে ইঁদুর মারতে মঙ্গলবার (২২ মার্চ) রাতে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেন। বুধবার সকালে ওই আইল দিয়ে নিজ জমিতে কাজ করতে যাচ্ছিলেন তারই ছোট ভাই নজরুল ইসলাম। আইলে পা দিতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ওই ঘটনায় ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীকালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টিটি/