দুই পাশের মাটি কাটায় ঝুঁকিতে বয়রালা বেইলি সেতু
নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও ও কাইটাইল ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি 'বয়রালা সেতু'। দুই তীরের অন্তত ২০ গ্ৰামের মানুষের নদী পারাপারের একমাত্র সেতু এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে নির্মাণাধীন সেতুর দুই পাশের মাটি কাটছে ঠিকাদার। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতু।
নেত্রকোণা-মদন-খালিয়াজুড়ি সড়কে অবস্থিত বয়রালা নদীর উপরের বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সড়ক ও জনপথ বিভাগ ২০২০-২০২১ অর্থবছরে ১৪ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪১০ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মঈনউদ্দীন (বাশি) লিমিটেড।
সরেজমিনে দেখা যায়, বয়রালা নদী থেকে মাটি কেটে নির্মাণাধীন সেতুর উভয় পাশে মাটি দিচ্ছে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে প্রায় ১০০ ফুট দূরত্বে ড্রেজার বসিয়ে সেতুর পূর্বপাশে ইজারা করা নদী থেকে কাদামাটি কাটছিলেন ঠিকাদার। এখন আবার সেই মাটির নাম করে বেইলি সেতু ও নির্মাণাধীন সেতুর নিচ থেকে এক্সকেভেটর দিয়ে গভীর করে মাটি উঠাচ্ছে।
স্থানীয়রা জানায়, সেতুর নিচ থেকেই নদীর মাটি কাটছে ঠিকাদারী প্রতিষ্ঠান। একটি সেতু নির্মাণ করতে গিয়ে আরেকটি সেতু হুমকির মুখে পড়ছে। এতে করে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যাহত হবে। এ ছাড়াও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করার পরও তারা বলে এটা সরকারি কাজ তাই সরকারি জায়গা থেকে মাটি কাটা হচ্ছে।
বয়রালা গ্ৰামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘এ সেতুটা অনেক দিন ধরে চাইতাম আমরা। বার বার ভেঙে পড়ত, সরকার ঠিকই দিছে। ২০ গ্রামের লোক গাঙের দুই পারে যাবে। কৃষক,ব্যবসায়ী, চাতরো সবাই যাতায়াত করবে। সেতুর নিচ থেকে মাটি কাটা ভালো হচ্ছে না।’
মদন বাজারের ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, অবাক হলাম। কোটি কোটি টাকার নির্মাণাধীন সেতু। ঠিকাদার পাশের মাটি কেটে ঝুঁকির মুখে ফেলছে। দূর থেকে মাটি কিনে আনা হলে এমনটি হতো না। এর অবসান হওয়া উচিত।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, পাইলিং করার সময় যে মাটি এনেছি তা থেকেই তো কাটছি।
মাটি কাটার বিষয়ে জানতে চাইলে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, অভিযোগ আসার সঙ্গে সঙ্গে নদী থেকে সেতুর পাশের মাটি কাটতে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। আইন অমান্য করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী রাজীব বলেন, অভিযোগের ভিত্তিতে গতকাল সরেজমিনে পরিদর্শনে গিয়েছি। পাইলিংয়ের স্থান ছাড়াও তারা মাটি কেটেছে। পরে মাটি কাটার কাজ বন্ধ করতে বলেছি।
এসএন