নাটোরে ঋণের চাপে মাছ চাষীর আত্মহত্যা
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের গোষপাড়া গ্রামে ঋণের চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন এক মাছ চাষী। পুকুরে ব্যবহার করা বিষপানে মঙ্গলবার (২২ মার্চ) বিকালে তার মৃত্যু হয়।
নিহত সেলিম সরকার (৩৫) ওই গ্রামের মৃত ইউনুস সরকারের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার সোহাগ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, ওই যুবকের এক মেয়ে দুই ছেলে। দীর্ঘদিন থেকেই তিনি পুকুরে মাছ চাষ করেন। সম্প্রতি বেশ কয়েকটি পুকুরে মাছ চাষের পাশাপাশি জমিতে ধান চাষ ছাড়াও বাড়ির পাশেই চা দোকান করেন সেলিম সরকার। কিন্তু পুকুরে মাছ চাষ করতে গিয়ে পাশের গ্রামের একজনকে শেয়ার নেওয়া ছাড়াও আনুসাঙ্গিক খরচ জোগাতে স্থানীয় কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নেন। এর বাইরে একটি এনজিও থেকেও ঋণ নেন তিনি।
সম্প্রতি ওই সুদী ব্যবসায়ীরা তাকে সুদসহ টাকা দিতে চাপের পাশাপাশি হুমকি-ধামকি দিতে থাকেন। এ নিয়ে মানসিক চাপে ছিল সেলিম ও তার পরিবার। এ ছাড়াও ওই এনজিওর লোকজন আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তার বাড়িতে এসে বকেয়া কয়েকটি কিস্তি দিতে চাপ প্রয়োগের পাশাপাশি তার স্ত্রীকে কড়া ভাষায় কথা বলে যান। দুপুরের পর বাড়ি ফিরলে ওই ব্যাপারে সেলিমকে জানায় তার স্ত্রী। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ঘরে থাকা পুকুরে ব্যবহারের তরল বিষ পান করেন সেলিম। পরে পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলেও বিকালে তার মৃত্যু হয়।
এসআইএইচ