চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থীর মৃত্যু: পলাতক ট্রাকচালক আটক
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা আধুনাগর একলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৫ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পালাতক ট্রাকচালকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
ট্রাকচালকের নাম মো. রিপন (৩১)। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক।
সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ট্রাকের চালক শারীরিকভাবে অযোগ্য। তার ডান পা প্রায় অচল। ডাম্পার ট্রাকের মতো ভারি যানবাহন চালানোর মতো ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা কিছুই তার নেই। গ্রেপ্তারকৃত আসামি বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ ভোর সাড়ে ৫টায় প্রাইভেটকারযোগে ৫ বন্ধু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলো। পথে প্রাইভেটকারটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরও একজন পরে হাসপাতালে মারা যান।
এমএসপি