‘বন্ধ থাকা স্থলবন্দরগুলো অল্প সময়ের মধ্যে খুলে দেওয়া হবে’
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা স্থল বন্দরগুলো অল্প সময়ের মধ্যে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী বিভাগ) সঞ্জীব কুমার ভাট্টি।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে এসে সহকারী হাই কমিশনার এক আলোচনা সভায় একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়। করোনার কারণে দীর্ঘদিন থেকে স্থলবন্দরগুলো বন্ধ আছে। এখন মহামারী অনেকটা কমে এসেছে তাই যত দ্রুত সম্ভব স্থল বন্দরগুলো খুলে দেওয়া হবে।
এ সময় তিনি সকলকে মাস্ক পড়ার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে। তাই প্রতিটি অনুষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি বাড়াতে হবে। তকিপল বাজার শ্রীশ্রী কালী মন্দিরের সভাপতি গণেশ গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রবি সোমানি, তকিপল বাজার শ্রী শ্রী কালী মন্দিরের সম্পাদক কমল চন্দ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী পরেশ চক্রবর্তী, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভয় চন্দ্র প্রমুখ।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্তদান করে উদ্বোধন করেন এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন মন্দীরে গীতাস্কুল গঠনের লক্ষে গীতা তুলে দেন।
এমএসপি