সাতক্ষীরায় আগুনে পুড়ে ছাই রাজনৈতিক কার্যালয়সহ ৭ দোকান
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে একটি চায়ের দোকান হতে ওই আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় পর্যায়ের একটি রাজনৈতিক কার্যালয়সহ ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কল্যাণপুর বাজার কমিটির সাধারণ-সম্পাদক আক্তারুল ইসলাম জানান, 'মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। হঠাৎ বাজারের আকাশে ধোঁয়া দেখতে পেয়ে সকলে ছুটে এসে দেখেন স্থানীয় শহিদুল ইসলামের চায়ের দোকানে আগুন জ্বলছে। এ সময় সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুটি চায়ের দোকান, একটি হার্ডওয়ার, একটি কসমেটিক্স, একটি গার্মেন্টস, একটি মিষ্টির দোকানসহ কৃষক লীগের একটি অস্থায়ী কার্যালয় সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।'
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, 'করোনা মহামারি এবং লাগাতার প্রাকৃতিক দূর্যোগের কারণে বিগত কয়েক বছর ধরে এ জনপদের মানুষ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর এ ধরনের অগ্নিকাণ্ড ব্যবসায়ীদের আরও হতাশ করেছে।'
তিনি আরও বলেন, 'ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করা হবে।'
এসআইএইচ