বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সৌর বিদ্যুতের সেচ প্রকল্প স্থাপন কাজে বাঁধা, ক্ষতির আশঙ্কায় কৃষকরা

টাঙ্গাইলের গোপালপুরে প্রান্তিক কৃষকদের সুলভে সেচ নিশ্চিতকরণে সৌর বিদ্যুৎ চালিত সেচ প্রকল্প শুরু করেছে সরকার। তবে একজনের বাঁধার মুখে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করতে পারছেন না স্ক্রীম চাষী ও সাবেক ইউপি সদস্য নাসরিন কামাল।

জানা গেছে, চলতি সেচ মৌসুমে দেশের ২১ জেলায় দুই হাজার সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলায় শতাধিক সৌর সেচ প্রকল্প বাস্তবায়ন করছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস-১)। এ ছাড়াও উপজেলায় সৌর বিদ্যুৎ চালিত ১১টি সেচ প্রকল্প চালুর কাজ চুড়ান্ত করা হয়।

তবে উপজেলার জ্যোত আতাউল্যা গ্রামে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে বাঁধা দেন স্থানীয় প্রভাবশালী রঞ্জু মিয়া। এতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ছে। ফলে সরকার নির্ধারিত গত ৮ মার্চ প্রকল্পটি চালু করা যায়নি।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক সদস্য ও সৌর বিদ্যুৎ সেচ প্রকল্পের স্ক্রীম চাষী নাসরিন কামাল জানান, সৌর বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুত থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে পল্লী বিদ্যুতের লোকজন সৌর বিদ্যুত প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকায় গেলে তাদের বাঁধা দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ছাড়াও সেখানে ডিজেল চালিত নলকূপ স্থাপন করেছে রঞ্জু নামের এক প্রভাবশালী। এ সময় পল্লী বিদ্যুতের লোকজনের উপর চড়া হয় রঞ্জু। এতে বাধ্য হয়ে বিদ্যুত অফিসের লোকজন যাবতীয় সরঞ্জাম রেখে ফিরে আসে। এ ঘটনায় উপজেলা সেচ কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এরপর গত ১০ ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে তিন দিনের মধ্যে ডিজেল চালিত সেচ পাম্প মাঠ থেকে অপসারণ করার নির্দেশ প্রদান করে প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত ডিজেল চালিত পাম্প সরাননি তিনি।

এদিকে এসব অভিযোগের বিষয়ে রঞ্জু মিয়া বলেন, কৃষকদের অবহিত না করেই নাসরিন কামাল সৌর বিদ্যুতের সেচ প্রকল্প এনেছেন। কৃষকরা নাসরিন কামালের অধীনে সেচ কার্যক্রমের সেবা গ্রহণ করবে না। এছাড়া আমার বাবার নামে সেচ প্রকল্পের লাইসেন্স রয়েছে। প্রশাসন থেকে আমার ডিজেল চালিত সেচ পাম্প সরানোর জন্য বলা হয়েছে ঠিকই কিন্তু সেটার বিষয়ে প্রশাসনের কাছে জবাব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের স্থানীয় উপ-সহকারি প্রকৌশলী রোমান মিয়া জানান, ভূগর্ভস্থ সেচ নীতিমালা ১৯৮৫ মোতাবেক একটি অগভীর নলকূপ থেকে আরেকটির দূরত্ব থাকার কথা ৮২০ ফিট। আর সেই সেচ নীতিমালা মাঠ পর্যায়ে দেখার মূল দায়িত্ব উপজেলা সেচ কমিটির।

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, প্রধানমন্ত্রীর সৌর বিদ্যুৎ চালিত সেচ প্রকল্পে যাতে কেউ বাধা দিতে না পারে এ জন্য প্রশাসন সজাগ রয়েছে। সৌর সেচ প্রকল্প স্থাপনে বাঁধা দেয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সেখানে একটি ডিজেলচালিত সেচ পাম্প সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির গোপালপুর জোনের সহকারি জেনারেল ম্যানেজার এম তাহসীন ইলিয়াস জানান, সৌর সেচ প্রকল্পের জন্য উপজেলায় ১২টি স্কীমের লাইসেন্স দেওয়া হয়েছে। তার মধ্যে ১১টি প্রকল্পের কাজ শুরু করার কথা। কিন্তু প্রথমেই নাসরীন কামালের কাজ করতে গিয়ে বিপত্তির মুখে পড়ে। রঞ্জু নামের ওই গ্রামের এক ব্যক্তি সেচ কমিটির নির্দেশ মানছেন না।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আখতার হোসেন জানান, সুলভে সেচ নিশ্চিতের জন্য সরকার এবং এডিবির অর্থায়নে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিয়ে সৌর সেচ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নারী ক্ষমতায়তনের লক্ষে কিস্তির মাধ্যমে গ্রামীণ নারীদেরকে এ প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে জোত আতাউল্ল্যা গ্রামের সাবেক ইউপি সদস্য নাসরীন কামাল স্ক্রীম ক্রয় করেছেন।

তিনি আরো জানান, সেচ মৌসুম শেষ হলে এসব সেচ প্রকল্পে উৎপাদিত সৌর বিদ্যুৎ বিশেষ ব্যবস্থায় জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা রয়েছে। ফলে গ্রিডে বিদ্যুৎ বিক্রি করে একজন স্কীম চাষী বছরে সর্বনিম্ন ৩৩ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবেন। কিন্তু প্রারম্ভেই নানা বাঁধা-বিপত্তির শিকার হচ্ছে সরকারের এই লাভজনক প্রকল্প।

 এসআইএইচ

Header Ad

নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা

চিত্রনায়ক নিরব ও তার স্ত্রী তাহের চৌধুরী ঋদ্ধি। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রী তাহের চৌধুরী ঋদ্ধি মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট করেন। দাম্পত্য জীবনের ইতি টানারও ইঙ্গিত দেন তিনি। ঘন্টাখানেক পর ঋদ্ধি ওই পোস্ট মুছে দেন। তাতে অবশ্য তেমন লাভ হয়নি, সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নিরব-ঋদ্ধির ভাঙনের গুঞ্জন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আরও জটিল আকার ধারণ করছিল। অবশেষে পিছু হটলেন ঋদ্ধি। নিরবের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিলেন। জানালেন, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া পোস্টের জন্য ক্ষমা চান ঋদ্ধি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ফেসবুকে ঋদ্ধি লেখেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাঁকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’

রাতে দেওয়া তাঁর পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ঋদ্ধি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারর্ফম করার কথা রয়েছে তাঁর। এর মাঝেই স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়। প্রথম পোস্টে ঋদ্ধি লিখেছিলেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

এর কিছুক্ষণ পর নিরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন ঋদ্ধি। সেই পোস্টে লেখেন, ‘নিরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য।...২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা-বাবা-সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এ জন্য যেকোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না...’

উল্লেখ্য, ২০১৪ সালে কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে ভালোবাসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। তাদের এই বিয়ে মেনে নেয়নি ঋদ্ধির পরিবার। নিরবের নামে মামলা ঠুকে দিয়েছিলেন তাঁরা। তবে এই ঘটনা তাঁদের পথচলায় বাঁধা হতে পারেনি। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।

Header Ad

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তিন বিচারক নিয়ে গঠিত আইসিসির একটি প্যানেল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারা দেখবেন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো ‘উপযুক্ত কারণ’ আছে কিনা। মিয়ানমারের এই জেনারেলের নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রসিকিউটর করিম খানের আবেদনের পর আইসিসির বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে কখন সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে সাধারণত এমন আবেদনের তিন মাসের মধ্যে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তার আগে হেগভিত্তিক আদালতের প্রধান কৌঁসুলি বিচারকদের প্রতি এ আবেদন জানিয়েছেন। আইসিসির এই পদক্ষেপের ব্যাপারে মিয়ানমারের জান্তার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। গত সপ্তাহে করিম খানের অনুরোধের প্রেক্ষিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি।

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আদালতের শীর্ষ প্রসিকিউটর করিম খান শরণার্থী শিবির থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি শিগগিরই মিয়ানমারের নেতাদের বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করতে চান।

তিনি বলেন, এর মধ্য দিয়ে আমরা আমাদের সব অংশীদারদের সঙ্গে মিলে দেখাবো যে, রোহিঙ্গাদের ভুলে যাওয়া হয়নি। বিশ্বের অন্য সব মানুষের মতো তাদেরও আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এরপর থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে।

দলবদ্ধ ধর্ষণ, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

Header Ad

স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাঁচলাইশে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রী খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে।

গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বাবুল আক্তার কারাগারে রয়েছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার
ভিসার জন্য দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া
ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নারী যুগ্মসচিবের ধমক খেয়ে অজ্ঞান কর্মকর্তা, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
বিচ্ছেদের পর সামান্থাকে ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয়
ইসকনের হামলার নিন্দা ও বিচারের দাবি শিবিরের