রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাফিউল হক নাফিকে ছুরিকাঘাতের ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার জাহাজঘাট মোড় থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে সালাউদ্দিন ওরফে বাপ্পি (২৭) ও একই এলাকার আজিমুদ্দিনের ছেলে নবাব শরীফ (২৭)। আসামি দু’জনই উগ্রবাদী রাজনীতিক দলের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলম।
এ সময় তিনি আরও জানান, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর ঘনিষ্ঠ বন্ধু শরিফুল ইসলাম বাদী সন্ত্রাসী রমজান ও মেস মালিক নাজমুলসহ ৭ জনের নামসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
তিনি আরও জানান, তারা যে দু’জনকে গ্রেপ্তার করেছেন তারা এক সময় উগ্রবাদী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল। এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আসামিদের পরিবারের একাধিক সদস্যও সন্ত্রাসী মামলার আসামি। আসামি নবাব শরীফের এক ভাই যাবজ্জীবন ও আরেক ভাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলম জানান, মূল আসামি রমজানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। দ্রুত সব আসামিদের আটক করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বুধবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন আমজাদের মোড়ের এনআর ছাত্রাবাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাফফায় নায়েম নাফি নামের একজন শিক্ষার্থী গুরুতর আহত হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নার্ভের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
টিটি/