গৃহকর্মীকে নির্যাতন
সাবেক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
বরিশালের ওষুধ শিল্প প্রতিষ্ঠান কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসায় এক শিশু গৃহপরিচারিকাকে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গৃহপরিচিকা মীম নিজেই বাদী হয়ে বাংলাদেশ শিশু আইনের ৭০ ধারায় নির্যাতনের দায়ে গৃহকর্ত্রী শিমু ও গৃহকর্তা বরিশাল কেমিস্টের সিইও- মেজর (অবসরপ্রাপ্ত) আকিমুল ইসলামকে আসামি করে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাতে এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিমুল করিম।
এর আগে মেজর দম্পতির উপর অভিযোগ ওঠে- বাসায় বেঁধে দেওয়া সময়ে কোনো কাজ সম্পন্ন করতে না পাড়লে গৃহপরিচারিকা মীমকে বেলুনি ও ধাতব পদার্থ দিয়ে দিয়ে পেটানো হতো। মাথা ঠোকানো হতো দেয়ালে, মারা হতো চর থাপ্পর। ৫ মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে না পাড়লে কেড়ে নিয়ে ফেলে দেওয়া হতো খাবার। দিনে ঘুমসহ কোনো বিশ্রাম দেওয়া হতো না। রাত ১২টায় ঘুম এবং উঠানো হতো ভোর ৪টায়। নানা কাজে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখা হতো তাকে। এর কোনো ব্যত্যয় হলেই তার উপর নির্যাতন চালাত গৃহকর্ত্রী। মাঝে মধ্যে নির্যাতন করত গৃহকর্তাও। নির্যাতনের শিকার মীম নিজেই জানিয়েছেন লোমহর্ষক এই তথ্য।
পরে নির্যাতন সইতে না পেরে গত বৃহস্পতিবার (১০ মার্চ) ওই বাসা থেকে পালিয়ে এক রিকশাচালকের বাসায় আশ্রয় নেয় শিশু মিম। পরে বিএম কলেজ এলাকার ওই রিকশাচালক মো. আরিফ শিশুটিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া শাহজালাল সড়কে নিজ বাসায় নিয়ে যান। খবর পেয়ে শুক্রবার (১১ মার্চ) সকালে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে পুলিশ।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আকিমুল ইসলামের বাসায় বেশ কিছুদিন আগে গৃহপরিচারিকা হিসেবে রাখা হয় ঠাকুরগাও জেলার দ্বেবীগঞ্জ তুলশীপুর গ্রামের শিশু মীমকে। পিতৃহীন মীমকে কাজে দেওয়ার মধ্যস্থতা করে তার চাচা স্বপন।
টিটি/