নওগাঁয় খাদ্যমন্ত্রীর নামে রাস্তার নামকরণের প্রজ্ঞাপন জারি
নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের আওতায় নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত ৩২কিলোমিটার মহাড়কের নাম “বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক” করার প্রজ্ঞাপন জারি করছে সরকার।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তি শাখার সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানীরসই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
নিয়ামতপুর উপজেলার তিন মাথা মোড়ের স্থানীয় করিম দেওয়ায়ন বলেন, ‘খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে রাস্তার নামকরণের অনুমোদন দেওয়ায় আমরা খুশি। কারণ আমাদের এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে সাধন দাদার ভূমিকা অপরিসীম। তিনি চেষ্টা করে যাচ্ছেন এলাকার নানামুখী উন্নয়নে কাজ করে যেতে। তাই তার নামে রাস্তার নামকরণ করা যৌক্তিক বলে আমরা মনে করি।’
নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, 'আমাদের নেতা খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২ কিলোমিটার রাস্তার নামকরণের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধন দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে এলাকার উন্নয়নের কাণ্ডারি। আমরা মনে করি তার নাম করণে রাস্তাটির অনুমোদন দেওয়া বড় প্রাপ্তি। তার উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি স্বরুপ থেকে যাবে রাস্তাগুলো। আমরা সত্যিই এলাকাবাসী খুবই আনন্দিত।'
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ নওগাঁর নিবার্হী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, 'খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২কিলোমিটার রাস্তার নামকরণের অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়কের নামকরণে চিঠিতে উল্লেখিত রাস্তার নামকরণ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।'
এসএন