পটিয়ায় বাসচাপায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক তরুণী। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার জলুর দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করেছে পটিয়া হাইওয়ে থানা পুলিশ।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সিফাত আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহ সদরের শহিদুল হকের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিফাত ময়মনসিংহ থেকে মোটরসাইকেলযোগে বান্ধবী শারমিনকে নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বান্দরবান থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ বাসের নিচে ঢুকে পড়েন সিফাত। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিফাত। এ সময় তার বান্ধবী শারমিন আকতার রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান পথচারীরা।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন সুলতানা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় দুই যুগলকে জরুরি বিভাগে আনা হয়। সেখানে সিফাত নামে ছেলেটাকে আমরা মৃত অবস্থায় পাই। আর শারমিন নামের মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর আহমদ বলেন, আমরা নিহত সিফাতের মোটরসাইকেল ও হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছি। এছাড়া সিফাতের লাশ তার পারিবারকে বুঝিয়ে দিতে মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এসআইএইচ