ময়মনসিংহে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোচালক মোফাজ্জল হোসেন (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (২৩ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধোবাউড়া এলাকার বাবু মিয়া (২৩), গফরগাঁও এলাকার রিয়াল মিয়া (২২), মুনামগঞ্জ এলাকার শামীম (১৯), মাওনা এলাকার নাইম আহমেদ (২৪) এবং ১৪ বছরের এক কিশোর।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান।
তিনি জানান, ভালুকা হবিরবাড়ি এলাকার মোফাজ্জল হোসেন একজন ইজিবাইক চালক। গত বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তার গাড়িতে যাত্রীবেশে উঠে ৫ জন। তারা মোফাজ্জলকে জৈনাবাজার এলাকায় যাওয়ার কথা বলে। মোফাজ্জল তাদের নিয়ে কিছু দূর যাওয়ার পর কিছু বুঝে উঠার আগেই তারা তার গলায় গামছা পেছিয়ে দুই দিক থেকে টেনে ধরে মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরও জানান, মোফাজ্জলের মরদেহ মহাসড়কের পাশে ফেলে ইজিবাইক, মোবাইলফোন এবং নগদ ৫ হাজার টাকা নিয়ে চলে যায় তারা। এ ঘটনায় মোফাজ্জলের বাবা মো. দুলাল মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যা মামলার রহস্য উদঘাটনে নামে র্যাব-১৪। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসজি