ময়মনসিংহে ডিবির অভিযানে দুর্ধর্ষ ডাকাত দল গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল বাজারে হাসমত নামে এক পেশাদার ডাকাত তার দল নিয়ে দুটি জুয়েলারি ও একটি ফলের দোকানে ডাকাতি করে লুট করে নিয়ে যায় জুয়েলারী মালামাল ও নগদ টাকা পয়সা। তাৎক্ষনিক পুলিশের একটি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নান্দাইল থানায় করা ডাকাতির মামলায় হাসমতসহ ৩ ডাকাতকে মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উদ্ধার করা হয় ১১আনা স্বর্ণ ও ৭০ ভরি রুপার অলঙ্কার।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইঞা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন,জেলা গোয়েন্দা শাখার অক্লান্ত প্রচেষ্টায় গতকাল মঙ্গলবার(১৮ অক্টোবর) ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে।এবং তাদের দেয়া তথ্যমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম নিরলসভাবে অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে ২টার পর নান্দাইল বাজারের ২টি জুয়েলারি দোকানেরর সামনে ককটেল ফাটিয়ে ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ৯০ভরি রুপার অলঙ্কারসহ নগদ ৪লাখ ৬২হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় ১৬ জনকে অজ্ঞাত আসামি করে নান্দাইল থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।
এএজেড