মাদক ও বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল ৩০০ শিক্ষার্থী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিল কমপক্ষে ৩০০ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এক সভায় শপথ নেন শিক্ষার্থীরা। এ সময় তারা মাদক, ধর্ষণ ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করে এবং দেশপ্রেম ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান।
জানা গেছে, কুমিল্লা থেকে কলমাকান্দায় আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এখানে আসার পর তিনি টিফিনের টাকা বাঁচিয়ে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।
এসআইএইচ
