১০৯ বছরের গৃহহীন জয়বানু পেলেন ঘর
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া মারাদীঘি গ্রামের বাসিন্দা জয়বানু। বয়সের ভারে নুয়ে পড়া জয়বানুর জীবন কাটে ভিক্ষা করে। ১০৯ বছরের বৃদ্ধার মেলেনি কোনো আশ্রয়। দরিদ্র মেয়ের বাড়ির গোয়ালঘরের একপাশে গরু ও অন্যপাশে থাকতেন তিনি।
এমন পরিস্থিতির খবর পেয়ে ব্যবস্থা নিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর তাকে দিতে চাইলে তিনি একা না থেকে মেয়ের সঙ্গে থাকার কথা জানান। জেলা প্রশাসক ওই বৃদ্ধাকে তার মেয়ের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন।
অঞ্জনা খান মজলিশ ওই বৃদ্ধার কাছে গিয়ে তার হাতে ঘর নির্মাণের জন্য টাকা ও টিন তুলে দেন। এমন উপহার পেয়ে ১০৯ বছরের বৃদ্ধা জয়বানুর চোখেমুখে ফুটে উঠে আনন্দের হাসি। একই সঙ্গে খুশি তার স্বজনসহ এলাকাবাসী।
অঞ্জনা খান মজলিশ বলেন, সারা দেশের ভূমিহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। জয়বানুর কথা শুনেছি। এরপর জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। আমি সরাসরি গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
এসজি/