চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্পানে হরিজন সম্প্রদায়ের একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপান করে হরিজন সম্প্রদায়ের একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুবাস সরদার (৫০)।
বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে সুবাস। এরপর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দুইটার দিকে তার মৃত্য হয়।
নিহত সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে মদপান করে সুবাস। অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়ে। সেই রাতেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে তার মৃত্যু হয়। সুবাসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, অতিরিক্ত মদপানের পর ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।