খুলনায় হৃদয় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
খুলনার রূপসার বাগমারা এলাকার চায়ের দোকানদার হৃদয় শেখ হত্যা মামলার পলাতক আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২০ মে) রাতে মোংলা উপজেলার মাদ্রাসাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিহত হৃদয় শেখ রূপসা উপজেলার বাগমারা এলাকায় নিজ বাড়ির পাশে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করত। আসামি আরিফের কাছে মৃত হৃদয় ৩০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইলে আসামির সাথে তার বাকবিতণ্ডা হয়।
২০২২ সালের ২০ এপ্রিল আসামি আরিফ তার সহযোগীদের সাথে নিয়ে ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হৃদয়ের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আরিফ পলাতক ছিল। র্যাব পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এই মামলার আসামি মোংলা উপজেলার মাদ্রাসাবাজার এলাকায় আত্মগোপনে রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।
এসআইএইচ