খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ১০
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) বিকাল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে। এতে দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ ২০-২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
খুলনার ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিএনপির একটি কর্মীসভা ছিল আজ। তাদের অভ্যন্তরীন সভা করার কথা থাকলেও তারা সড়ক বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। পুলিশ তাদের বাধা দিলে তারা ইটপাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হই।
তিনি আরও বলেন, বিএনপির হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে পুলিশ সমাবেশ পণ্ড করতে গুলি, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। আমাদের ২০-২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এসজি