সাতক্ষীরা সীমান্তে এলএসডিসহ আটক ১

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে ৪ বোতল ভয়ংকর মাদক এলএসডিসহ মো. ইছাহাক (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইছাহাক ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে নিয়ে আসা ভয়ংকর মাদক এলএসডি কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করছে চোরাকারবারিরা। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল কলারোয়া সীমান্তের কেড়াগাছি নামক এলাকায় অভিযান চালিয়ে মো. ইছাহাক নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড (এলএসডি) জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক মো. ইছাহাককে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজি
