শরণখোলায় জমজমাট ঈদ বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়
বাগেরহাটের শরণখোলায় রমজানের শেষের দিকে এসে ঈদ বাজার জমজমাট হয়ে উঠেছে। গত দুই-তিন বছরের করোনাসহ নানা কারণে ব্যবসার ক্ষতি কিছুটা হলেও এ বছর কাটবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে, দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি ও গহনার দোকানে ক্রেতারা বেশি ভিড় করছেন। ক্রেতারা বাজারগুলো থেকে প্রয়োজনীয় ঈদ সামগ্রী কিনছেন।
উপজেলার তাফালবাড়ী বাজার, রায়েন্দা বাজারের ব্যবসায়ী এম ওয়াদুদ আকন, মনির হোসেন বলেন, করোনাসহ গত দুই-তিন বছরে ঈদের সময় আমাদের তেমন কোনো বেচাকেনা হয়নি। এবার মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় ঈদের বেচাকেনা ভালোই হচ্ছে। ব্যবসার ক্ষতি কিছুটা হলেও কাটবে বলে জানান তারা।
কয়েকজন শাড়ি ব্যবসায়ী জানালেন, গত ২-৩ বছরের মধ্যে এবার ব্যবসা ভালো হচ্ছে। মূলধন ঠিক রেখে দোকান কর্মচারীদের বেতন পারিশ্রমিক ঠিক সময়ে দেওয়া সম্ভব হবে।
লাবণি আক্তার নামে এক ক্রেতা বলেন, মার্কেটে ভিড় অনেক। পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড় কিনতে এসেছি। তবে দাম একটু বেশি।
নিজামউদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, প্রায় ১০ হাজার টাকা নিয়ে জামা-কাপড় কিনতে এসেছি। কিন্তু মেয়ে ও তার মায়ের শপিং করতেই সব টাকা শেষ।
জুতার দোকানে তেমন ভিড় দেখা যায়নি। তবে ঈদের ২-১ দিন আগে জুতার দোকানে বেচাকেনা বাড়বে বলে মো. সোহেল নামে একজন জুতার দোকানি জানালেন।
বৃহস্পতিবার উপজেলার অন্যতম, আমড়াগাছিয়া বাজার ও রাজাপুর বাজার ঘুরেও দোকানগুলোতে জমজমাট ভিড় দেখা যায়। ওইসব বাজারের ব্যবসায়ীরাও এবারের ঈদ বাজারের বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেন।
এসজি