মাগুরায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন
চাল,ডাল,তেলসহ নিত্যপন্যের দাম কমানো, তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে মাগুরায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ শনিবার দুপুর দুইটায় মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক আলি আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব,খান হাসান ইমাম, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, ফারুকুজ্জামান, যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এএজেড