চৌগাছা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
যশোরের চৌগাছার লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে (১ কেজি ৫১৫ গ্রাম ওজন) ১৩ টি স্বর্ণের বার জব্দ করেছে যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
বিজিবি জানায়, গোপন সংবাদে শুক্রবার রাতে তারা জানতে পারেন, এক স্বর্ণ পাচারকারী কপোতাক্ষ নদ দিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানিক দল সেখানে নদীর তীরে গোপনে অবস্থান নেয়।
এসময় একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে বিজিবি অভিযানিক দলের সদস্যরা ওই ব্যক্তিকে ধাওয়া করলে সে ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় ওই ব্যক্তির কোমরে বেঁধে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে ১৩টি স্বর্ণের বার জব্দ করে।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫২ লাখ টাকা বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আহমদ হাসান জামিল জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। এবং এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএজেড