৮০ বছরের বৃদ্ধের পরিবারের দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেত্রী মেধা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখে এক অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা উপ-কমিটির সাবেক সদস্য শেখ মাসুদা খানম মেধা। বুধবার (২৯ মার্চ) ওই পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী (চাউল, মাংস, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী) বাজার করে দেন তিনি। উপকারভোগী আব্দুল আজিজ মালী (৮০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনা গ্রামের বাসিন্দা।
খোজঁ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় শাহিন আলম নামে স্থানীয় এক সেচ্ছাসেবক ওই পরিবারের খাদ্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টের মাধ্যমে শাহিন আলম জানান, '৮০ বছরের আব্দুল আজিজ মালী চুনা গ্রামের সবচেয়ে অসহায় একজন বৃদ্ধ। তার কোনো সন্তান নেই। আর বসবাসের জন্য জরাজীর্ণ একটি ঘর ছাড়া কোনো জায়গা-জমি নেই। বর্তমানে বয়সের ভারে ও শারীরিক অসুস্থতার জন্য তিনি কোনো কাজকর্ম ও ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। ফলে তার অধিকাংশ দিন যায় অনাহারে। এমতাবস্তায় আব্দুল আজিজ মালীর জন্য জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, মানবিক ও সমাজের দানশীল ব্যক্তিদের কাছে ওই বৃদ্ধের জন্য সহযোগিতা কামনা করেন তিনি।' শাহিন আলমের এই পোস্ট দেখে সাড়া দেন আওয়ামী লীগ নেত্রী শেখ মাসুদা খানম মেধা। আর ওই সেচ্ছাসেবকের মাধ্যমে বৃদ্ধ আব্দুল আজিজ মালীর পরিবারের মাঝে এক মাসের খাদ্য সহযোগিতা পাঠিয়ে দেন মাসুদা খানম মেধা। এ সময় ওই বৃদ্ধের পরিবারকে প্রতি মাসে সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত করেন তিনি।
এ ব্যাপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেত্রী শেখ মাসুদা খানম মেধা জানান, চাকরি সূত্রে সাতক্ষীরার অবস্থান করলেও নিজ নির্বাচনী এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের মাঝে সর্বসময় সহযোগিতার হাত বাড়ান তিনি।
নিজের বেতন এবং বংশগতভাবে উপার্জিত অর্থ দিয়ে এই সমস্ত মানুষদের সহযোগিতা করেন জানিয়ে শেখ মাসুদা খানম মেধা বলেন, বর্তমানে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে বিশ্বের সব দেশে প্রভাব পড়েছে। বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে অসহায় মানুষেরা বিপাকে পড়েছেন। এ কারণে যার যতটুকু সামর্থ্য রয়েছে ততোটুকু দিয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।
এসআইএইচ
