যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, পিস্তল-গুলি উদ্ধার
যশোরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক লেদ মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার (২৮ মার্চ) মধ্যরাতে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসতঘরের পাশের রুমে থাকা এই কারখানার সন্ধান জেলা গোয়েন্দা পুলিশ পায়। এরপরে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুর এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে এসআই শাহিনুর জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র তৈরিতে জড়িত শাহাদতকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী যশোরের একটি কারখানায় অভিযান পরিচালনা কর হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে, এ রকম অন্য কোথায় তথ্য আছে কি-না।
এসআইএইচ