জীবননগর সীমান্তে ৭ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল আটটার দিকে জীবনগরের উথলী-মোল্লাবাড়ি মোড় এলাকা থেকে পাচারকারীসহ স্বর্ণেরবারগুলো আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক স্বর্ন পাচরকারী চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা দক্ষিন চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানার দিক নির্দেশনা অনুযায়ী নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল স্পেশাল অপারেশনের মাধ্যমে আনুমানিক সকাল আটটার দিকে জীবননগর থানাধীন মেল্লা বাড়ীর মোড় হতে জুয়েল হোসেন (৩৯) কে আটক করে।
এরপর তার দেহ তল্লাশি করে খাকী রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৭টি স্বর্নের ফ্লাট বারসহ (বড়-২টি এবং ছোট-৫টি) আটক করেছে। আটককৃত স্বর্ণের বারের সর্বমোট ওজন ৮২৯.২৭ গ্রাম (৭১ ভরি ৪ রতি)। যার মূল্য ৬৩,৯৩,৭৫০/- (তেষট্টি লক্ষ তিরানব্বই হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
সাইফুল ইসলাম আরও জানান, স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হযেছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
এএজেড