‘মাথায় হাত বুলিয়ে, জড়িয়ে ধরে খুশি করা এমপির কাজ না’

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের জন্য। মাথায় হাত বুলিয়ে, জড়িয়ে ধরে আপনাদের খুশি করা খুব সহজ। কিন্তু এতে আপনারা অবহেলিত থেকেছেন। আপনাদের একটু চালাক বানাতে আসছি। যাতে বলতে পারেন মাথায় হাত বুলিয়ে, জড়িয়ে ধরে খুশি করা তো এমপির কাজ না। তুমি (এমপি) আমাদের রাস্তা, মসজিদ, স্কুল ঠিক করে দাও। এমপিকে দেখে কী করবেন? এমপি কি আপনাকে খাওয়ায় দিবে? এমপির কাজ দেখতে হবে আপনাকে। দিনশেষে আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেওয়া।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে নড়াইল সদর উপজেলার হাড়িগড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগান নিয়ে হবখালী ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অর্থ দিয়ে আপনারা কোনো কাজ করাতে যাবেন না। তাতে যদি কাজ না হয় বসে থাকেন। বিশ্বাস করেন, যারা আপনাদের থেকে টাকা নেয় তারা কাজ করে দিতে পারবে না। কারণ সরকারি কিছু নিয়ম কানুন আছে। যেটা সে চাইলেও ওভারটেক করতে পারবে না।
এসময় জনগণের কাছ থেকে বিভিন্ন দুর্নীতি-অনিয়ম এবং তাদের চাওয়া-পাওয়ার কথা শোনেন মাশরাফী। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন তিনি।
হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী আসনের মধ্যে ৩টি ইউনিয়নে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগান নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন চলছে। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে লোহাগড়া উপজেলার কোটাকোল ও কাশিপুর ইউনিয়নে ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেবেন মাশরাফী।
এসজি
