উপকূলে ৫-৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ।
আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় সাতক্ষীরা জেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর থেকে উপকূলীয় এলাকা জুড়ে শুরু হয়েছে মাইকিং। মোড়ে মোড়ে উড়ানো হয়েছে লাল পতাকা। প্রস্তুত রয়েছে সিপিপি, আনসার, নৌপুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
ইতোমধ্যে জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ক্রমান্বয়ে বাড়ছে। সেই সঙ্গে বাতাসের মাত্রাও বাড়ছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরা উপকূলে ৫-৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
এসজি