বেশি দামে সার বিক্রি, ২ ডিলারকে লাখ টাকা জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে মেহেরপুরে দুই ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে পৌর শহরের হোটেল বাজার, কলেজ রোড, নতুন টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
কলেজ রোডে মেসার্স আশাবুল হক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। ১১০০ টাকার ইউরিয়া সার ১২৫০ টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা, ৮০০ টাকার ডিএপি ৯৫০ টাকায় বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশাবুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশি মূল্যে সার বিক্রির রশিদ বই জব্দ করা হয়।
অন্যদিকে নতুন বাস টার্মিনাল এলাকার আরেকটি বিসিআইসি সার ডিলার মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানেও বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। ৭৫০ টাকার এমওপি সার ১২০০ টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা এবং ইউরিয়া ও ডিএপি সার বেশি দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক আলহাজ আব্দুল আওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি থেকে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ করে নষ্ট করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে সারের বিষয়টি তদারকি করা হচ্ছে। নিয়মিত অভিযান চলছে। সবাইকে সতর্ক করা হয়েছে এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এসজি