কুষ্টিয়ায় যুবতী হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালত একই সঙ্গে আসামিদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ৯ আসামিকে বেকুসুর খালাস দেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেব- কুষ্টিয়া মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) এবং আশরাফুল আলম (৩৩)। মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি ১২জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১লা জুলাই তারিখে সকালে বৃষ্টি খাতুন খালার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। তিনদিন পর মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা আমিন বিশ্বাস মরপুর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এএজেড