ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বেহায়াপনা বন্ধে তৌহিদী জনতার বিক্ষোভ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর। ছবি: ঢাকাপ্রকাশ
বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করার দোকান ও রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরের কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর করে উপজেলা তৌহিদী জনতা।
অপরদিকে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিক-প্রেমিকাদের বেহায়াপনা বন্ধে পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করা হয়েছে।
এ সময় ‘ভালবাসা দিবস, ভালবাসা দিবস চলবে না, চলবে না’ প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’, বেহায়াপনা চলবে না বলে নানা ধরনের স্লোগান দেয় তৌহিদী জনতা।
ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম জানায়, সারা বছরই দোকানে ফুল বিক্রি করে আসছি। বিকালে কিছু লোকজন এসে আক্রমণ ও দোকান ভাঙচুর করে ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তাও কিছু বলিনি। আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল।
নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান জানায়, হুজুররা এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দেয়। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগানে দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়টি জানা নেই। এছাড়া ভাঙচুরের বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুর উদীচীর উদ্যোগে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানায়, ভালবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)