বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | ১৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী । ছবি : ঢাকাপ্রকাশ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না।

তিনি বলেন- শেখ হাসিনা সরকার ছিল। যতকিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো ২-৪ জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। সে জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেইখানে আমাদের সন্তানের জীবনদান আল্লাহ গ্রহণ করুক এই শেষ ব্যক্তি হোক। যার দ্বারা আমাদের আইনশৃঙ্খলা ফিরে আসুক।

সম্প্রতি কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরির আঘাতে নিহত লেফট্যানেন্ট তানজিম সারোয়ার নির্জনের নিজ বাসা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গিয়ে স্বজনদের সমবেদনা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের বলেন,  দেশটা কেমন জানি হয়েছে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহানীর গায়ে ডাকাত, লস্কর চোর আঘাতহানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন-কানুন বলতে কিছু নাই। আমি এটাকে কোন গুরুত্ব দিতাম না। যদি একটা সাধারণ মানুষ হতো তার পিছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করেছে। কিন্তু সেনাবাহিনীর পোশাক পড়া একজন মানুষের গায়ে দুস্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে আইনশৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা ভালোবাসা, দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছু নেই। আমি এসেছি মৃত্যু মানুষের জন্মের পরে অবধারিত সত্য, সে মৃত্যু হয়েছে। বাবা বেঁচে আছেন, বোন আছে তাদের বুক কেমন করছে। টাঙ্গাইলের মানুষ আমি দেখতে এসেছিলাম দেখে গেলাম।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি। প্রচুর অসম্মানও পেয়েছি। গলাগালিও শুনেছি। এতো দিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি ‘৭১ এর যুদ্ধ করতে না পারতাম যারা গালাগালি করেন তাদের অধিকাংশদের জন্ম হয়তো পাকিস্থানের জারস হিসেবে হতে পারতো। আমি আজকে একজন কাতর বাবা মা-বোন তাদের পাশে শুধু আল্লাহ্ কাছে দোয়া করবার জন্য এসেছি।

Header Ad
Header Ad

পরিবারের ৩ জন অসুস্থ

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রকৌশলীর বাড়িতে চুরি

আসবাবপত্র তছনছ করে দিয়েছে চোর। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে মিশিয়ে সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।

বুধবার (২৬ মার্চ) রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকার মো. লিয়াকত আলী নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মেয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা বলেন, গত মঙ্গলবার রাতে সেহরি খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যাই। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সেহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনছ। এতে ঘরে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।

হাবীবা আরও বলেন, গত কয়েকদিন ধরে যাকাত দিচ্ছি ও বুধবার বাড়িতে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ধারণা, চোরচক্রের কেউ টিউবওয়েলের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়েছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি থানা পুলিশকে এখনো জানানো বা অভিযোগ করা হয়নি।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন- বিষয়টি জানলাম, এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

শিগগিরই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন !

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচার হয়েছিল পশ্চিমা সংবাদমাধ্যমে। এবার পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শিগগিরই মৃত্যু হবে! তিনি বলেন, ‘পুতিন শিগগিরই মারা যাবেন এবং এটি সত্য।’ পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন ‘নির্ভরযোগ্য সূত্রে’ এই খবর কিয়েভ পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

৭২ বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনো দাবি করা হয়েছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত। কখনো প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসনে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্শক্তি রহিত হওয়ার ‘খবর’। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমা কিছু সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিকভাবে পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের ওপর নিয়ন্ত্রণ নেই তার। সমাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে বারবারই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় ‘খবর’ খারিজ করা হয়েছে জোর গলায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রকৌশলীর বাড়িতে চুরি
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
শিগগিরই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন !
ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প জরুরি পরিদর্শনের সিদ্ধান্ত
টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি: অর্থ উপদেষ্টা
যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়
পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার
জিকে শামীমের দুর্নীতি মামলায় রায় আজ  
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে : প্রধান উপদেষ্টা  
আজ পবিত্র লাইলাতুল কদর  
ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ  
৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছর বয়সী কলেজছাত্রী    
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ২৪ জনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো মানুষ
বিএনপি বিনা ভোটের সরকার গঠন করতে চায় না: সামসুজ্জোহা খান
নায়ক নিশো এবার গায়ক, ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে দিলেন কণ্ঠ
২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল ইরান
ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪
শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব: সারজিস আলম