কোরবানির ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির লাইন
ছবি : ঢাকাপ্রকাশ
কাল দিন পরই কোরবানি ঈদ। এই ঈদকে সামনে রেখে গেল কয়েকদিনের তুলনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের আরও কয়েকগুণ বাড়তি চাপ বেড়েছে। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষ। বিশেষ করে শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বেশি বিপাকে পড়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০/১২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘলাইন লেগেছে। এতে করে কখনো যানজট, কখনো গাড়ির ধীরগতিতে যানবাহনগুলো চলাচল করছে।
পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাতে সেতুর উপর কয়েকটি গাড়ি বিকল হলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। এছাড়া সেতুর উপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে যানজটের সৃষ্টি হয়ে টোলের সামনে গাড়ির লাইন হয়। এতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়।
এদিকে, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঢাকামুখী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে চলছে গাড়ি। এতে করে এ সড়কেও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, গত শুক্রবার রাত থেকেই এখন পর্যন্ত মহাসড়ক পরিবহনের অতিরিক্ত চাপ ও ধীরগতি চলাচল রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।