টাঙ্গাইলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
হিট স্ট্রোকে মারা যাওয়া মনছের আলী। ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে তীব্র দাবদাহ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে, মঙ্গলবার দুপুরে (৩০ এপ্রিল) কালিহাতী উপজেলার তালতলা গ্রামে হিট স্ট্রোকে মনছের আলী সরকার (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সিংগুরিয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে আসলে দুপুরে দিকে প্রচণ্ড গরমে অসুস্থতা বোধ করে। পরে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়। মনছের আলী স্থানীয় আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এবং সামাজিক মানুষ ছিলেন।
অপরদিকে, বিকাল ৩ টায় টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সরেজমিনে টাঙ্গাইল শহরের নিরালামোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গায় দেখা যায় মানুষ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা। রিকশা-ভ্যান চালকরা ঘেমে ক্লান্ত হয়ে পড়ছেন।
এছাড়াও ফ্যানের দোকানগুলোয় বেড়েছে ভিড়। অনেকে আবার রাস্তায় বরফ লেবু এক গ্লাস শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করছেন। তবে তুলনামূলকভাবে রাস্তায় জনসাধারণের সংখ্যা কম। কিন্তু হাসপাতালগুলোয় বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, চলতি বছরের এ জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৩৫%। আগামী আরও দুই এক দিন দাবদাহ থাকার সম্ভবনা রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, তীব্র তাপদাহে সাধারণ মানুষ একেবারে নাকাল। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে না বের হওয়াই ভালো।