যমুনার দুর্গম চরাঞ্চলের প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিরা পেল ঈদ সামগ্রী উপহার
ছবি: ঢাকাপ্রকাশ
“মানবতার সেবায় আমরা” এই স্লোগানকে সামনে রেখে প্রতি ঈদের ন্যায় এবারও ঈদ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার নদীর দুর্গম চরাঞ্চলের অর্ধশতাধিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে দাতা সংস্থা শুশুয়া ভিলের অর্থায়নে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চরসহ বেশ কয়েকটি গ্রামে ওই সব ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন স্থানীয় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ২ প্যাকেট বনফুল লাচ্চা সেমাই, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ, ৫ কেজি ভাতের চাউল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি পোলাও চাউল ও ৫০০গ্রাম মসুর ডাল।
খাদ্য সামগ্রী উপহার পেয়ে জরিনা বেগম নামে এক বৃদ্ধ নারী বলেন, এর আগে কেউ ঈদের আগে এত কিছু উপহার দেয়নি। এসব উপহারের পেয়ে পরিবার ও নাতি-পুতি নিয়ে অনেক আনন্দে ঈদ উপভোগ করতে পারব। যারা এগুলো আমাদের উপহার দিয়েছে তাদের জন্য প্রাণভরে দোয়া করি।
উপহার পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধ দুলাল মিয়া, কোরবান আলীসহ আরও অনেকে। তারা বলেন, এই চরের সংগঠনটি সব সময় আমাদের মত গরীর, অসহায় ও দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন সময় সাহাহ্য করে থাকেন। তারই ন্যায় এবার ঈদেও অনেকগুলো উপহার দিয়েছে। উপহার পেয়ে খুব ভালো লাগছে।
শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান বলেন, শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা ও হিউম্যান কনসার্ন ইউএসএ-এর চীফ অপারেটিং অফিসার মাসুম মাহবুবুর রহমান তার ব্যক্তিগত অর্থায়ন ও শুশুয়া ভিলসহ অন্যান্য দাতা সংস্থার মাধ্যমে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এ ধরণের সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।