৫ টাকায় মই ভাড়া দেওয়া ডিভাইডার পারাপারকারী রবিউল আটক
ছবি: সংগৃহীত
বেআইনিভাবে ৫ টাকার বিনিময়ে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে চলছিল ডিভাইডার পারাপার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় আলোচনা-সমালোচনা। টাকার চেয়ে জীবনের মূল্য বেশি বলেও মন্তব্য করেন অনেকে। কেন বন্ধ করা হচ্ছে না এই কারবার, তা নিয়েও দেখা দেয় প্রশ্ন। অবশেষে আজ রোববার (১৭ মার্চ) এই কারবারি রবিউলকে (২৬) আটক করেছে পুলিশ।
সওজের সূত্রমতে, যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে ও দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যাতে ঢাকায় যেতে পারে সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হলেও বিগত দুই মাস আগে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। এর ফলে গত দুইমাস ধরেই যাত্রীরা এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এই সুযোগে এমন পন্থায় যাত্রী পারাপার করে বিনিময়ে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমরাও পুলিশের পক্ষ থেকে একাধিকবার পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করার চেষ্টা করেছি, কিন্তু তাতে সুফল আসছে না।
অতঃপর এ নিয়ে আরও সমালোচনা বাড়তে থাকে। পরে জানা যায়, মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবক রবিউলকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরিফউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিউল বেআইনিভাবে মইয়ের মাধ্যমে মহাসড়ক পার করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছিল। গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।