১০ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
ছবি: ঢাকাপ্রকাশ ।
টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তায় দশ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীরা বলেন, হরিপুর-চানতারা সড়কে মাটি ও বালু ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল কারণে দুর্ঘটনাসহ রাস্তার ক্ষতি হচ্ছে। বেপরোয়া এই ড্রাম ট্রাকের জন্য রাস্তা দিয়ে চলাচল করা যায় না। তাই দশ চাকার ট্রাকগুলো এই রাস্তায় চলাচলে বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এদিকে, গত ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী এলাকাবাসী। এতে কোন সুফল না পাওয়ায় এই মানববন্ধের আয়োজন করেন বলে জানান তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মিন্টু, মো. লোমানুর রহমান রোমান, মো. ইমন তালুকদার, মো. আরশেদ আলীসহ এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান জানান, প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে এক মাটির মালিককে ৬ মাস ও মিন্টু মিয়া নামে মাটি ব্যবসায়ীকে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।