মুন্সিগঞ্জে নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন।
নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকার সমর্থক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগে থেকেই সব প্রস্তুতি শেষ করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)।
মুন্সীগঞ্জের তিনটি নির্বাচনি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৪৬৯টি। এর মধ্যে ৩৩৯টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।
মুন্সীগঞ্জ-১ আসনে ১৭০টি কেন্দ্রের মধ্যে ১৩১টি, মুন্সীগঞ্জ-২ আসনে ১৩০টির মধ্যে ৭৩টি এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ১৬৯টি কেন্দ্রের মধ্যে ১৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছেন তারা।
এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।