ভোটকেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্যকে হত্যা
ছবি: সংগৃহীত
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়ের চর-আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাহারার থাকা রণজিৎ কুমার দে (৪০) নামের এক গ্রামপুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে।
৬ই জানুয়ারি ভোরে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কাঠাল বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রণজিৎ কুমারদে বাড়ী বালিয়াকান্দি উপজেলার চর-আড়কান্দি গ্রামের শিবেন্দ্র কুমারের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রাম পুলিশ রণজিৎ কুমার দে চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। প্রায় ১ঘন্টা পরেও রণজিৎ ফিরে না আসায় আরেক নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকে।
রণজিৎ কোন প্রকার সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড ইউসুফ তার বিদ্যালয়ের নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাডামকে ও স্থানীয় মেম্বারকে ফোনে করে বিষয়টি জানায়।
সকাল অনুমানিক ভোরে সাড়ে ৪টার সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠবাগানে গ্রাম পুলিশ রনজিতের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, যে কেউ গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলার মাফলার পেচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
নিহতের রনজিতের স্ত্রী রিতা দে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ভোটকেন্দ্রে ডিউটি আছে এই বলে বাড়ী থেকে কথা বলে খাওয়া দাওয়া সেরে সে বাড়ি থেকে বের হয়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। শনিবার সকালে খবর পাই চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগানে তার মরদেহ পাওয়া গেছে। এই খবর শুনে আমি এখানে এসেছি তারপর দেখি মরদেহ পরে আছে।
বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসন এই হত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হত্যার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থানে গিয়ে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মরদেহ উদ্ধার করে বিস্তারিত জানানো হবে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।