অটোভ্যানে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ অটোভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে আরেক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি জানান, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রীসহ ভ্যানচালক সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন ও মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।