আশুলিয়ায় উপ-নির্বাচন: হামলা আতঙ্কে ভোটকেন্দ্র ফাঁকা

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচন চলছে। তবে হামলা আতঙ্কে জামগড়া এলাকার বেশিরভাগ ভোটকেন্দ্র ফাঁকা দেখা গেছে। সরেজমিনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জামগড়া এলাকার গফুর মন্ডল স্কুল ভোট কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি একেবারেই কম দেখা যায়।
জামগড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নৌকা মার্কার সমর্থক যুবলীগ নেতা জয়নাল আবেদিন মিয়ার বাড়িতে হামলার ঘটনায় এলাকার বাসিন্দাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। তাই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসতে ভয় পাচ্ছে।
এ বিষয়ে কথা হয় পোশাক শ্রমিক রাবেয়া খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে ইয়ারপুর ইউনিয়নে বসবাস করি। আমি এখানের ভোটার। আমার কেন্দ্র পড়ছে গফুর মন্ডল স্কুলে কিন্তু এখনো আমি ভোট দেই নাই। সকালে কারা যেন স্কুলের সামনে মারামারি করছে। শুনতাছি তারা গুলিও করছে। তাই আমার জামাই আমাকে ভোট দিতে যাইতে মানা করছে।’
এ প্রসঙ্গে গফুর মন্ডল স্কুল ভোট কেন্দ্রের পাশের বাড়িওয়ালা মোখলেছুর রহমান বলেন, ‘আমরা তখনো ঘুমের মধ্যে আছি। হটাৎ বিকট শব্দে আমাদের পরিবারের সবার ঘুম ভাঙে। বাইরে বের হয়ে দেখি জয়নালের বাড়ির সামনে অনেক মানুষের জটলা। যেয়ে শুনি কারা যেন তার বাড়িতে হামলা করছে। তার বাড়ির জানালা, সিসি ক্যামেরাসহ বাড়ির মিটার ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। তাই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
এ ব্যাপারে গফুর মন্ডল স্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শিবলীজ্জামান বলেন, আমি কেন্দ্রের ভিতরে ছিলাম। হামলা সম্পর্কে আমি অবহিত নই। তবে ওই কারণেও ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
এসআইএইচ
