গাজীপুরে ‘ঢাকাপ্রকাশ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুররের শ্রীপুরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা প্রকাশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে এসব অনুষ্ঠিত হয়।
শ্রীপুর রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।
ঢাকাপ্রকাশের গাজীপুর জেলা প্রতিনিধি আবু সাঈদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ইসরাফিল হোসাইন, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দৈনিক ভোরের চেতনা’র সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, সাংবাদিক ও শিক্ষক সোলাইমান মোহাম্মদ, মোহনা টিভি’র শ্রীপুর প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশ, এশিয়ার টিভি’র গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক আব্দুর রউফ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাংবাদিক সাদেক মিয়া, মাহফুজুর রহমান, আতিকুল ইসলাম লাবিব, মোহাম্মদ আলী বাবুল, শাহাদত হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।
এসআইএইচ
