পরীক্ষার কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষা কর্মকর্তা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ডিউটি চলাকালে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজামাল (৪৫) নামে এক সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালে ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও জানা গেছে, নিহতের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাইমাইল গ্রামে। তিনি মৃত সামছুল আলমের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মিয়া জানান, অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসির পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে বেলা সাড়ে ১২টায় হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যায়।
এ প্রসঙ্গে অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর সময় থেকে কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে অফিস রুমে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ন্যুয়ে পড়ে যাচ্ছিলেন। সেই সময় সহকর্মীরা তার মাথায় পানি ঢালে। পরে উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুর রশিদ তার শারিরীক প্রাথমিক পরীক্ষা করে আশঙ্কাজনক মনে হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস ছোবহান জানান, দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজামালকে ওই কলেজের অধ্যক্ষসহ তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান শাহজামাল। এরপর ২০১৭ সালে ভূঞাপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।
এসআইএইচ
