মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ
মাদারীপুর-ফরিদপুর রুটের বাস চলাচল শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। ফরিদপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
মাদারীপুর বাস ও মিনিবাস সংশ্লিষ্টরা জানান, মাদারীপুর থেকে ফরিদপুর যাওয়া-আসা ছাড়া সব জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
তারা আরও জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। এর জন্য মাদারীপুর থেকে ফরিদপুরগামী কোনও বাসকে ফরিদপুরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদ্দেশে কোনও বাস ছেড়ে যাচ্ছে না।
এ ব্যাপারে মাদারীপুর বাস ও মিনিবাসের মালিক সমিতির সভাপতি মো. মাহবুর হাওলাদার বলেন, মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুর রুট ছাড়া সকল রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।
এসআইএইচ