মাদক উদ্ধারে সেরা অফিসার হলেন হারুন-অর-রশীদ

মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন-অর-রশীদ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ পুরস্কার প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
জানা যায়, মাদকব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূল সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে ঢাকা জেলা পুলিশ।
হারুন-অর-রশীদ ২০১২ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৯ সালের ৫ অক্টোবর আশুলিয়া থানায় যোগদান করেন তিনি।
এরপর ২০২২ সালের ১৮ জুলাই তিনি সাভার মডেল থানায় যোগদান করেন। এখানেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতিতে এবার ঢাকা জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন তিনি।
এ বিষয়ে এস আই হারুন-অর-রশীদ বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানা ও ক্যাম্পের প্রত্যেক পুলিশ সদস্যদের গৌরব। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরস্কার আমি থানা ও ক্যাম্পের প্রত্যেক সদস্যদের উৎসর্গ করলাম।
অভূতপূর্ব এ সাফল্যে সাভার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হারুন-অর-রশীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এএজেড
